সকালে ঢাকা পৌঁছে দুপুরেই অনুশীলনে সাকিব
সাকিবকে ছাড়াই বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করেছিল বাংলাদেশ দল। আজ সকাল ৭ টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সাকিব। সকালে ঢাকা এসে দুপুরেই মাঠে চলে আসেন সাকিব।মাঠে এসেই সাকিব নতুন করে ফেরা পুরনো হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে হাত মেলান। পরে ওয়ার্মআপ শুরু করেন। ওয়ার্মআপ শেষে ইনডোরের তিন নম্বর নেটে করলেন ব্যাটিং অনুশীলন।
একই মাঠের এক নম্বর নেটে তখন ব্যাটিং করছিলেন তামিম। একই মাঠে দুইজন অনুশীলন করলেও সাকিব-তামিমকে কেউ কথা বলতে দেখেননি। তামিম বিরতি নিলেও সাকিব নেট পরিবর্তন করে আবারো ব্যাটিংয়ে নামেন।দিন কয়েক আগে ক্রিকবাজে দেওয়া বিস্ফোরক এক সাক্ষাতকারে সাকিব-তামিমের বিরোধ প্রকাশ্যে নিয়ে আসেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। এই দুজনের বিরোধের কারণে ড্রেসিংরুমের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে গেছে বলে জানান তিনি।
নিজেদের দ্বন্দ্বের কথা অস্বীকারও করে তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, মাঠে তাদের সম্পর্ক ঠিক, বাইরের সম্পর্ক নিয়ে মাথা ঘামাতে চান না।