ব্যাংকে চেকের মাধ্যমে লেনদেন কমেছে
দেশের মোট ব্যাংক লেনদেনের প্রায় অর্ধেক এখনো চেকনির্ভর। গত নভেম্বরের তুলনায় ডিসেম্বরে ব্যাংকে চেকের মাধ্যমে লেনদেন কমেছে ১৩ শতাংশেরও বেশি। লেনদেন হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৯৮ কোটি টাকা। এটি গত চার বছরের মধ্যে ডিসেম্বরে সর্বনিম্ন লেনদেন। অর্থনৈতিক সংকটের প্রভাবেই চেকের মাধ্যমে লেনদেন কমে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ঠিকাদার থেকে শুরু করে সরকারি বিভিন্ন দপ্তরের বেশির ভাগ বিল পরিশোধ হয় জুন ও ডিসেম্বরে। আবার বছরের শেষ মাস হওয়ায় ডিসেম্বরে বেসরকারি খাতের লেনদেনও উল্লেখযোগ্য হারে বাড়ে। ঋণের কিস্তি পরিশোধের জন্যও ব্যাংকগুলোতে জমা হয় গ্রাহকদের চেক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এর আগে ডিসেম্বরে ব্যাংক খাতে চেকের মাধ্যমে অর্থের লেনদেন প্রবৃদ্ধির ধারায় থেকেছে। কিন্তু গত ডিসেম্বর একেবারেই ব্যতিক্রম। ২০২২ সালের শেষ ছয় মাসের মধ্যে ডিসেম্বরে চেকের মাধ্যমে অর্থের লেনদেন সবচেয়ে কম। চলতি বছরের জানুয়ারির ব্যাংক লেনদেনের তথ্য এখনো পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, জানুয়ারিতেও চেকের মাধ্যমে ব্যাংকে অর্থ লেনদেন বাড়েনি।