You have reached your daily news limit

Please log in to continue


জাজে ফেরার পর শাকিবের 'মায়ায়' থাকলেন না পূজা চেরি

শাকিব খানের বিপরীতে 'মায়া' ছবিতে অভিনয় করবেন না পূজা চেরি। রোববার ঢাকাই ছবির এই নায়িকা সাফ জানিয়ে দিয়েছেন বিষয়টি। বলেছেন, 'আমি মায়া সিনেমাটি করছি না। আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ।'

শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মিতব্য আগামী ছবির নাম ‘মায়া’। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিতে শাকিব খান তার নায়িকা হিসেবে পূজা চেরিকে নিচ্ছেন বলে জানিয়েছিলেন। গেল বছর জুলাইতে এ খবর জানিয়েছিলেন ঢাকার এই কিং খান। সে সময় 'গলুই' নামে একটি ছবিতে প্রথমবার জুটি হয়ে অভিনয় করেন তারা। ছবিটি মুক্তির পরই পূজাকে মায়ায় জড়ানোর খবর দেন শাকিব। 

কিন্তু এই ছয় মাসে অনেক ঘটনাই ঘটেছে। নায়কের সঙ্গে পূজাকে জড়িয়ে গুঞ্জনও কম হয়নি। সবশেষে পূজার পক্ষ থেকেই পরিষ্কার করা হলো তিনি আর শাকিব খানের সঙ্গে নেই। নায়ক হিসেবে শাকিবের চেয়ে গল্পই তার বেশি পছন্দ। যদিও শাকিব খান যখন মায়াতে তার নাম বলেন তখন নিরব থেকেছেন তিনি। 

রোববার পূজা লেখেন মায়া সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, 'মায়া সিনেমা নিয়ে আমার সাথে কোন প্রকার চুক্তি হয় নাই । প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সাথে কথা বলেছিল। কিন্তু, আমি মায়া সিনেমাটি করছি না। যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করবো, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আশা করি বিষয়টি এখানেই শেষ হবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন