কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অধিনায়কত্বের সময় সাকিব আমাকে পরামর্শ দেয় : তামিম

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৮

সাকিব আল হাসান এবং তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের দুই বড় তারকা। দুজন একসময় ছিলেন কাছের বন্ধু। তবে তাদের বর্তমান সম্পর্কটা হয়ে পড়েছে অম্ল-মধুর। অবশ্য মধুর বলাও কঠিন, শুধুই অম্ল বলা যায়। কেননা মাঠের বাইরে কথা বলেন না এই দুই তারকা- এমনটাই গুঞ্জন রয়েছে। তবে সেসবকে অতটা গুরুত্বপূর্ণ বলছেন না তামিম।


রোববার মিরপুর শেরে-ই বাংলার প্রেস কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে আসেন তামিম। মূলত আসন্ন ওয়ানডে সিরিজকে কেন্দ্র করেই কথা বলেছেন এই টাইগার অধিনায়ক। সেখানে সাকিবের সাথে দ্বন্দ্বের বিষয় আসলে তামিম জানান,  সাকিব উইকেট পেলে মাঠে তো একসঙ্গেই উদযাপন করি।



তামিম বলছিলেন, 'যখন আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করি, মাঠে সবকিছু যখন স্বাভাবিক তখন নাথিং এলস ম্যাটার মানে নাথিং এলস ম্যাটার। কে কি বললো, আমাদের সম্পর্ক কেমন, একসঙ্গে কফি খাই কিনা- এগুলো কিছুই ম্যাটার করে না। যতক্ষণ পর্যন্ত আপনি দেশের জন্য নিজের শতভাগ দিচ্ছেন। যদি এখানে সমস্যা হতো তাহলে বলা যেত। কিন্তু আমি এখানে কোনো সমস্যাই দেখি না। অনেক সময় তার (সাকিব) সঙ্গে ব্যাটিং করতে হয়, তখনও সে একদমই স্বাভাবিক থাকে। ১৫-১৬ বছর ধরে খেলছি, যখন সে উইকেট পায় আমরা উদযাপন করি। সবকিছু একদমই স্বাভাবিক।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও