গাজীপুরে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল লরি
গাজীপুরের কালীগঞ্জে চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি লরি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (২৫ গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি লরি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (২৫ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে উপজেলার দরিপাড়া রেল ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, কালীগঞ্জের দরিপাড়া এলাকায় রেল ক্রসিংয়ে একটি লরি বিকল হয়ে যায়। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা এক্সপ্রেস ট্রেনটি দড়িপাড়া রেল ক্রসিং অতিক্রম করছিল। এসময় ট্রেনের ধাক্কায় রেললাইনে দাঁড়িয়ে থাকা লরিটি দুমড়ে মুচড়ে যায়। তিনি আরও জানান, তবে সংঘর্ষের আগেই লরিতে থাকা চালক ও অন্যরা দ্রুত নেমে যায়। ফলে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।