![](https://media.priyo.com/img/500x/https://i.ibb.co/zH5tjPJ/bdnews24-2023-02-0a909a26-f73a-4cb1-a876-e83b86d023fb-noors-kitchen-fb-post-240223-01.jpg)
ফেইসবুকে লোভনীয় বিনিয়োগের ‘ফাঁদ’
‘নূর’স কিচেন’ নামে একটি ফেইসবুক পাতায় কদিন ধরে ঘুরে বেড়াচ্ছে একটি বিনিয়োগের প্রস্তাব। বলা হচ্ছে, তারা ঢাকার একটি বড় সরকারি হাসপাতালে খাবার সরবরাহের অনুমতি পেয়েছে। কিন্তু বিনিয়োগ প্রয়োজন। আর তার বিপরীতে প্রতি মাসে দেওয়া হবে মুনাফা।
সেই পোস্ট দেখে যে কেউ আকৃষ্ট হতে পারেন। সেখানে উত্তরায় করপোরেট অফিসের ঠিকানা, ফোন নম্বর সবই দেওয়া আছে।
কিন্তু বাস্তবতা হল, সেই ঠিকানায় আসলে ‘নূর’স কিচেনের কথিত সেই করপোরেট অফিস নেই।
বিনিয়োগের বিপরীতে নূর’স কিচেন কত টাকা দেবে, সেটি পোস্টে নেই। তবে সেখানে থাকা নম্বরে যোগাযোগ করলে জানানো হয়, মাসে প্রতি একশ টাকায় ৬ থেকে ৭ টাকা হারে মুনাফা মিলবে।
ফেইসবুকেই ঘুরে বেড়াচ্ছে ‘গ্রিন ওভেন’ নামে আরও একটি প্রতিষ্ঠানের এমন ‘লোভনীয় অফার’, যাতে প্রতি মাসে সঞ্চয়পত্রের চেয়ে দ্বিগুণ হারে মুনাফা দেওয়ার কথা বলা হচ্ছে।
ফেইসবুক পেইজে এরকম পোস্ট দেখে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা তার একজন সহকর্মীকে ‘নূর’স কিচেনের কথিত সেই করপোরেট অফিসে পাঠান। কিন্তু সেই পুলিশ কর্মকর্তা গিয়ে কিছু খুঁজে পাননি।