You have reached your daily news limit

Please log in to continue


টাঙ্গাইলে মাদক সেবনের দায়ে ছাত্রলীগ নেতার কারাদণ্ড

টাঙ্গাইলের গোপালপুরে মাদক সেবনরত অবস্থায় ছাত্রলীগ-যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন গোপালপুর সরকারি কলেজ শাখার আহ্বায়ক অপরজনের নাম খোকন। তিনি যুবলীগ নেতা। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে গোপালপুর পৌরসভা থেকে তাদের আটক করে পুলিশ।

পরে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও পাঁচশত টাকা করে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক। 

পুলিশ জানায়, গোপালপুর সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন এর আগেও মাদক মামলায় চার মাস কারাবরণ শেষে ১৫ দিন আগে মুক্তি পান। এরপরও তিনি মাদক সেবন করতেন। বুধবার মাদক সেবন করার সময় পুলিশ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, দণ্ড দেওয়ার পর দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন