বাজারে এলো ডিজোর স্মার্টওয়াচ ও নেকব্যান্ড
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫০
দেশের বাজারে এলো রিয়েলমি টেক লাইফ ব্র্যান্ড ডিজো’র নতুন একটি স্মার্টওয়াচ ও একটি নেকব্যান্ড। লাইফস্টাইল পণ্য দুটি এনেছে ডিজো’র ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেড। বাংলাদেশে স্মার্টওয়াচ ও নেকব্যান্ডের ক্রমবর্ধমান চাহিদা থাকায় পণ্যগুলো আমদানি করা হয়েছে বলে জানানো হয়েছে সেলেক্সট্রার প্রেস বিজ্ঞাপ্তিতে। সেলেক্সট্রার অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্ম ছাড়াও অন্যান্য প্ল্যাটফর্মে পাওয়া যাবে পণ্য দুটি।
স্পোর্টি ডিজাইনের স্মার্টওয়াচটির মডেল ডিজো ওয়াচ আর টক গো। স্মার্টওয়াচটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল হেলথ সেন্সর।
এর ডিসপ্লে থাকছে ১.৩৯ ইঞ্চি। স্মার্টওয়াচটিতে ইনডোর এবং আউটডোর মিলিয়ে ১১০ টির বেশি স্পোর্টস মুড রয়েছে। ব্যাটারি লাইফ ১০ ঘণ্টা পর্যন্ত। কালো ও নীল এই দুটি রঙে পাওয়া যাবে স্মার্টওয়াচটি। সঙ্গে থাকবে এক বছরের ওয়ারেন্টি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে