কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টিকটকে বড় ভিডিও বানিয়ে আয় করা যাবে

প্রথম আলো প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০২

নির্মাতাদের আয়ের সুযোগ দিতে ‘ক্রিয়েটিভিটি প্রোগ্রাম’ নামের নতুন কর্মসূচি চালু করছে টিকটক। এ উদ্যোগের আওতায় বড় ভিডিও তৈরি করে আয় করতে পারবেন নির্মাতারা। ক্রিয়েটিভিটি প্রোগ্রাম মূলত টিকটকের ক্রিয়েটর ফান্ডের হালনাগাদ সংস্করণ। ২০২০ সালে চালু হওয়া ক্রিয়েটর ফান্ডের মাধ্যমে আয়ের পরিমাণ কম হওয়ায় দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন নির্মাতারা। নতুন এ উদ্যোগের আওতায় নির্মাতারা আগের তুলনায় বেশি আয় করতে পারবেন। তবে এ সুযোগ শুধু আকারে বড় ভিডিও নির্মাতারা পাবেন। বর্তমানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রাজিলের নির্বাচিত কনটেন্ট নির্মাতাদের ওপর ক্রিয়েটিভিটি প্রোগ্রামের কার্যকারিতা পরীক্ষা করছে টিকটক। শিগগিরই বিভিন্ন দেশে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি চালু করা হবে।


ক্রিয়েটিভিটি প্রোগ্রামের মাধ্যমে আয় করার জন্য ভিডিও নির্মাতাতাদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। শুধু তাই নয়, উন্নত রেজল্যুশনে এক মিনিটের বেশি দৈর্ঘের ভিডিও তৈরি করতে হবে। অনুসরণকারীর সংখ্যা এবং ভিডিওর দর্শকসংখ্যাও বিবেচনা করে অর্থ দেবে টিকটক। এ বিষয়ে  টিকটকের মুখপাত্র জ্যাকারি কাইজার জানিয়েছেন, বিজ্ঞাপন থেকে পাওয়া অর্থ থেকে নির্মাতাদের দেওয়া হবে না। ভিডিওর দর্শক সংখ্যার ওপর ভিত্তি করে আয়ের সুযোগ পাবেন নির্মাতারা। ফলে আয়ের পরিমাণও কমবেশি হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও