কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


যেভাবে ১০ ঘণ্টার ট্রেনযাত্রায় গোপনে ইউক্রেনে যান বাইডেন

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তির কয়েক দিন আগেই কিয়েভে আকস্মিক সফরে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ড সীমান্ত থেকে ট্রেনে চেপে ১০ ঘণ্টার যাত্রা শেষে তিনি কিয়েভে পৌঁছান।

নিউইয়র্ক টাইমস লিখেছে, হোয়াইট হাউস রোববার রাতে প্রেসিডেন্টের যে কর্মসূচি প্রকাশ করে তাতে দেখা যায়, সোমবার প্রেসিডেন্ট ওয়াশিংটনে থাকবেন। এরপর তিনি সন্ধ্যায় ওয়ারশর উদ্দেশে রওনা দেবেন। আসলে তিনি ততক্ষণে সেখানে চলে গেছেন।

হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, শুক্রবার ওভাল অফিসে বসে বাইডেন ইউক্রেনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তবে অত্যন্ত গোপনীয় এ সফরের পরিকল্পনা কয়েক মাস ধরে চলছিল। 

বাইডেন রোববার ভোর সোয়া ৪টায় পোল্যান্ডের উদ্দেশে এয়ারফোর্স ওয়ানে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। গোপনীয়তার শপথ পড়িয়ে শুধু কয়েকজন সাংবাদিককে এ তথ্য জানানো হয়। এ সময় তাঁদের ফোনও সরিয়ে নেওয়া হয়।

ইউক্রেন সফর শেষে বাইডেন পোল্যান্ডে দু'দিনের সফর শুরু করেন। কিয়েভে বাইডেনের সফরকে প্রতীকী সফর হিসেবেই দেখা হচ্ছে। ইউক্রেনকে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এক বিবৃতিতে বাইডেন বলেন, কিয়েভে তাঁর সফর ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থনের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করবে। তিনি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নিহত ইউক্রেনীয় সৈন্যদের স্মরণে তৈরি এক স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন। এরপর টেলিভিশনে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন