You have reached your daily news limit

Please log in to continue


দেশে আসছে উপমহাদেশীয় ভাষার সিনেমা, মুক্তি পাবে ‘পাঠান’

এক মাস ধরে আলোচনা চলছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত হিন্দি সিনেমা ‘পাঠান’। চলচ্চিত্র সংগঠনগুলোও জানিয়েছে, হল বাঁচাতে পাঠান মুক্তি দেওয়ার পক্ষে তারা। অবশেষে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯ সংগঠন একমত হয়ে গতকাল সম্মিলিত চলচ্চিত্র পরিষদের ব্যানারে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত আকারে একটি প্রস্তাব পেশ করেছে। এ প্রস্তাবে বাংলাদেশে উপমহাদেশীয় সিনেমা মুক্তির বিষয়ে কিছু শর্ত দেওয়া হয়েছে।

শর্তগুলোর মধ্যে রয়েছে সাফটা চুক্তির আওতায় বলিউডের সিনেমা আমদানি করা হবে। পরীক্ষামূলকভাবে দুই বছরের জন্য আমদানির সুযোগ থাকবে। প্রথম বছর ১০টি এবং দ্বিতীয় বছর ৮টি সিনেমা বাংলাদেশে মুক্তি পাবে। তবে দুই ঈদ ও দুর্গাপূজায় এসব সিনেমা মুক্তি দেওয়া যাবে না। আমদানি করা বিদেশি (উপমহাদেশীয় ভাষার) চলচ্চিত্র মুক্তির আগে আমদানিকারক সংস্থাকে নির্দিষ্ট পরিমাণ অনুদান (আলোচনা ও শর্ত সাপেক্ষে) সম্মিলিত চলচ্চিত্র পরিষদের তহবিলে জমা দিতে হবে। এই অনুদান চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনগুলোর সদস্যদের কল্যাণে ব্যয় হবে। এ ক্ষেত্রে চলচ্চিত্র শিল্পী সমিতি অগ্রাধিকার পাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন