You have reached your daily news limit

Please log in to continue


ছিমছাম একুশের পোশাক

একুশে ফেব্রুয়ারি এখন আর শুধু শোকের মাস নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। ফলে এর উদ্‌যাপনে নতুন নতুন অনুষঙ্গের আগমন ঘটছে স্বাভাবিকভাবে। পোশাক এর মধ্যে উল্লেখযোগ্য।

একুশের অনুষঙ্গ দিয়ে পোশাক তৈরির প্রচলন আমাদের দেশে মোটামুটি তিন দশকের পুরোনো।

কিন্তু এই তিন দশকে একুশের পোশাকে বৈচিত্র্য যেমন এসেছে রঙে, তেমনি মোটিফেও। একসময় একুশের পোশাক তৈরি হতো সাদা-কালো রঙে। এখন পোশাকের রং শুধু সাদা-কালোয় সীমাবদ্ধ নয়; যুক্ত হয়েছে লাল, ধূসরসহ বিভিন্ন রং এবং এসব রং দিয়ে তৈরি হচ্ছে আলাদা ধারণা বা কনসেপ্ট। এই সবকিছু একুশ এবং এর আন্তর্জাতিকতাকেই ধারণ করছে আলাদাভাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন