You have reached your daily news limit

Please log in to continue


বাবরকে নিয়ে কথা বলতে চাই না: ইমাদ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমের দিকে খুব বেশি ফোকাস ছিল— এমন ধারণাকে উড়িয়ে দিয়েছেন করাচি কিংসের অধিনায়ক ইমাদ ওয়াসিম।-খবর ক্রিকেট পাকিস্তানের।

করাচি কিংস শনিবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ছয় রানে পরাজয়ের পর এ আসরে টানা তৃতীয় হারের সম্মুখীন হয়েছে তারা। ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে ইমাদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, জালমির বিরুদ্ধে তার দল কেমন প্রস্তুত ছিল। তবে জালমি অধিনায়কের বিষয়ে প্রশ্ন করা হলেও কথা বলতে রাজি হননি তিনি।

ইমাদ বলেন, ‘এটা এমন নয়। মিডিয়াতে আসা সব খবর কখনো সত্য আবার কখনো মিথ্যা হয়। বাবরকে নিয়ে কথা বলতে চাই না। কারণ আমাদের দল যেভাবে খেলছে তাতে ফলাফলের দিকে মনোযোগ দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা খেলা শেষ করতে পারিনি। যেটি পরাজয়ের সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটি। দ্বিতীয়ত আমরা ডেড ওভারে ভালো বোলিং করেনি। সবকিছুকে ঘুরিয়ে দিতে আমাদের শুধু একটি জয় দরকার।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন