৬৪ জেলায় শুরু হচ্ছে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৩

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’’, চলবে ৩ মার্চ পর্যন্ত। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


আয়োজিত সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে চলচ্চিত্রের নির্মাতা, প্রযোজক, শিল্পীকলাকুশলী এবং দেশের বরেণ্য চলচ্চিত্র নির্মাতা, সংগঠক, জুরি সদস্য, সিলেকশন কমিটির সদস্যবৃন্দ, একাডেমির কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।মত বিনিময় সভার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী। উদ্বোধনী আয়োজন শুরু হবে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও