‘জোকার সিকুয়েলে’ লেডি গাগার প্রথম ঝলক
                        
                            বিডি নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৯
                        
                    
                চার বছর আগে বিপুল জনপ্রিয়তা পাওয়া হলিউডের ‘জোকার’ সিনেমার সিকুয়েলে নিজের ফার্স্ট লুক প্রকাশ করলেন পপস্টার অভিনেত্রী লেডি গাগা।
সাইকোলজিক্যাল থ্রিলার জোকারের সিকুয়েলের নাম ‘জোকার ২: ফোলি আ দ্যুঁ’। মুক্তি পাবে ২০২৪ সালের ৪ আক্টোবর। মূল চরিত্র ‘আর্থার ফ্লেক’-এ আগের মতই আছেন ওয়াকিন ফিনিক্স। আর আর্থার ফ্লেকের প্রেমিকা হার্লে কুইনের ভূমিকায় থাকছেন লেডি গাগা।