You have reached your daily news limit

Please log in to continue


রমজানকে সামনে রেখে ফলের বাজার চড়া

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দেশি-বিদেশি ফলের দাম। ভারত থেকে আমদানি করা এক ক্যারেট ২০ কেজির এফসি সাদা আঙুর পাইকারি বাজারে বিক্রি করা হয় ৩৬০০ টাকা। যা খুচরা বাজারে কেজি প্রতি ৪০০ টাকার ওপরে। কালো আঙুর ১০ কেজির এক ক্যারেট ২৪০০ টাকা। যা খুচরা বাজারে ৫০০ টাকা। বড় ২০ কেজির এক ক্যারেট আনার ৫৬০০ টাকা। যার কেজি পড়ে ২৮০ টাকা।

মাঝারি সাইজের আনার ২৫০ টাকা কেজি। অন্যদিকে ছোট আনার ২১০ টাকা কেজি পাইকারি বাজারে বিক্রি হয়।পুরান ঢাকা ও মগবাজার-কলাবাগান এলাকার কয়েকজন ফলের ব্যবসায়ী বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, দেশি-বিদেশি ফলের দাম বাড়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে।এরমধ্যে উল্লেখযোগ্য, ডলার সংকটের কারণে এলসি খুলতে না পারা, বিদেশি ফল আসা কমে যাওয়ায় দেশি ফলের উপর প্রভাব পড়েছে। যে কারণে দেশে উৎপন্ন ফলের দামও বেড়েছে সমানতালে।

মগবাজার মোড়ের পাশে ফলের দোকান নিয়ে বসেন জাকির। তিনি বলেন, ‘বিদেশি ফল আসতেছে না। কম আসায় দেশি ফলের উপর চাপ বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন