কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভৈরব-ময়মনসিংহ রুটে ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

আরটিভি কিশোরগঞ্জ সদর প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৭

প্রায় সাত ঘণ্টা পর ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৬টায় ট্রেন চলাচল শুরু হয়। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা এগারোসিন্ধুর গোধূলি ট্রেনটি কিশোরগঞ্জ প্রবেশের পর ইঞ্জিন ঘুরানোর সময় লাইনচ্যুত হয়।


মাস্টার মো. ইউসুফ জানান, মঙ্গলবার রাতে ওই ট্রেন লাইনচ্যুত হয়। এতে কিশোরগঞ্জের সঙ্গে ভৈরব-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী ট্রেন রাত ৩টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে রেল চলাচল শুরু হয়। এগারোসিন্ধুর প্রভাতি কিছুটা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ছেড়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও