পিএসএলে সাকিবের ম্যাচগুলো কবে, কখন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) ম্যাচগুলো দারুণ কেটেছে সাকিব আল হাসানের। তবে এলিমিনেটর ম্যাচে হেরে বিদায় না নিলে মঙ্গলবার সন্ধ্যায় তাকে মিরপুরে দেখা যেত ফাইনালে উঠার লড়াইয়ে।
সেটা আর হলো না। তবে প্রায় একই সময় তিনি মাঠে খেলার মাঝেই থাকবেন, তবে সেটা প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে করাচিতে।
পেশোয়ার জালমির হয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলবেন সাকিব। সোমবারই পিএসএল খেলতে পাকিস্তান উড়াল দিয়েছেন বাংলাদেশের শীর্ষ তারকা। বিপিএলে এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের বিদায়ের পর সোজা করাচির পথ ধরেন সাকিব।
পেশোয়ার জানায়, পিএসএলে সাকিবের সঙ্গে তাদের পাঁচ ম্যাচের চুক্তি হয়েছে। বিসিবিও সেই অনুযায়ী তাকে অনাপত্তিপত্র দিয়ে রেখেছে। করাচি, মুলতান, লাহোরের তিন মাঠে পাঁচ ম্যাচ খেলে দেশে ফিরবেন সাকিব। এরপরই শুরু হয়ে যাবে তার ইংল্যান্ড সিরিজের ব্যস্ততা।
সেই অনুযায়ীই আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সাকিবকে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পিএসএলে সাকিবের পাঁচ ম্যাচের সময়সূচি :
১. ১৪ ফেব্রুয়ারি পেশোয়ার জালমি- করাচি কিংস রাত সাড়ে ৮টা। ২. ১৭ ফেব্রুয়ারি পেশোয়ার জালমি-মুলতান সুলতান্স রাত সাড়ে ৮টা। ৩. ২০ ফেব্রুয়ারি পেশোয়ার জালমি-মুলতান সুলতান্স রাত সাড়ে ৮টা। ৪. ২৩ ফেব্রুয়ারি পেশোয়ার জালমি-ইসলামাবাদ ইউনাইটেড রাত সাড়ে ৮টা। ৫. ২৬ ফেব্রুয়ারি পেশোয়ার জালমি- লাহোর কালান্দার্স রাত সাড়ে ৮টা।