You have reached your daily news limit

Please log in to continue


ভালোবাসার রং মেখেছি কাছে আসব বলে

অন্য সবার মতো ভালোবাসার মধুর কাব্য আছে শোবিজ তারকাদের জীবনেও। ভালোবেসে বিয়ে করেছেন অনেক তারকা। কেউ কেউ ভালোবেসেছেন মিডিয়ার মানুষকে, কেউ আবার সম্পর্ক গড়েছেন মিডিয়ার বাইরের মানুষের সঙ্গে। তাঁদেরও আছে কাছে আসার গল্প। তিন দম্পতির কাছে আসার গল্প নিয়ে প্রতিবেদন লিখেছেন শিহাব আহমেদ

প্রীতম-শেহতাজ
গানের শুটিংয়ে প্রথম ভালো লাগা
প্রীতম হাসানের ‘জাদুকর’ মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন শেহতাজ। সেই গানের শুটিংয়ে তাঁদের প্রথম পরিচয়। পরিচয় থেকেই দুজনের ভালো লাগা শুরু। প্রেম নয়, প্রথমেই শেহতাজকে বিয়ের প্রস্তাব দেন প্রীতম। মিডিয়ার কাজে সব সময় শেহতাজের সঙ্গে থাকতেন তাঁর মা। মায়ের সামনেই শেহতাজকে বিয়ের প্রস্তাব দেন প্রীতম। তিনি বলেন, ‘শেহতাজের মুখোমুখি বসে মায়ের সামনে বলেছি আপনার মেয়েকে বিয়ে করব। তাঁর মা আপত্তি করেননি। আমাকে শুধু একটা তালিকা ধরিয়ে দিয়েছেন, যেখানে উল্লেখ আছে কখন কী করতে হবে। আমি বলেছি, ঠিক আছে।’
শেহতাজ বললেন, ‘মিডিয়ার কাজে আমার আম্মু সব সময় আমার সঙ্গে থাকতেন। তাই আমি তারকা হলেও অবাধ চলাফেরার স্বাধীনতা পাইনি। পরিবার থেকে নিষেধ ছিল আমি যেন হরহামেশা প্রীতমের সঙ্গে দেখা না করি। তাই আমরা যতটা না প্রেমিক-প্রেমিকা ছিলাম, তার চেয়ে বেশি ছিলাম বন্ধু। কথা বলতে বলতেই একজন আরেকজনকে জানতে পেরেছি। জীবনসঙ্গী হিসেবে কারও ওপর ভরসা করা সহজ কাজ নয়। তাই আমরা সময় নিয়েছি।’ 
দীর্ঘ পাঁচ বছরের প্রেম একসময় প্রণয়ে রূপ নেয়। গত বছরের ২৮ অক্টোবর শ্রীমঙ্গলের পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তাঁরা। সিলেটে বিয়ের আয়োজন প্রসঙ্গে শেহতাজ জানান, ‘আগে থেকেই ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা ছিল। এ জন্যই শ্রীমঙ্গলের মতো সুন্দর জায়গায় একটি রিসোর্ট বেছে নিয়েছিলাম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন