You have reached your daily news limit

Please log in to continue


মেয়েদের আইপিএলে ৩ কোটির উপর দাম যাদের

আসছে মার্চে পাঁচ দল নিয়ে শুরু হতে চলা মেয়েদের আইপিএলের খেলোয়াড় নিলাম হল মুম্বাইয়ে। সোমবারের নিলামে সর্বোচ্চ দাম পেয়েছেন ভারতের সেনসেশন ওপেনার স্মৃতি মান্দানা। তারপরেই আছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার ও ইংল্যান্ডের নাতালিয়া সিভার।

মান্দানাকে নিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর খরচ করেছে ৩ কোটি ৪০ লাখ রুপি। গুজরাট জায়ান্টস গার্ডনারকে ও মুম্বাই ইন্ডিয়ান্স সিভারকে কিনেছে ৩ কোটি ২০ লাখ রুপিতে।

প্রথমবার আইপিএল আঙ্গিকে হতে চলা উইমেন্স প্রিমিয়ার লিগের দলগুলো হল- মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর, গুজরাট জায়ান্টস এবং ইউপি ওয়ারিয়র্স। ২৫ জানুয়ারি ফ্র্যাঞ্চাইজি নিলামে দলগুলো বিক্রি করে বিসিসিআই।

৩ কোটির বেশি দাম উঠল যাদের

স্মৃতি মান্দানা (বেঙ্গালুর, ৩.৪০ কোটি রুপি), অ্যাশলেই গার্ডনার (গুজরাট, ৩.২০ কোটি রুপি। নাতালিয়া সিভার (মুম্বাই, ৩.২০ কোটি রুপি)।

এরপর দাম ২ কোটি পেরিয়েছেন কয়েকজনের। ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মাকে নিয়েছে ইউপি, খরচ করেছে ২.৬ কোটি রুপি। দারুণ বিশ্বকাপ শুরু করা ভারতের জামেইমা রদ্রিগেজকে কিনেছে দিল্লি, ২.২ কোটি রুপিতে।

অস্ট্রেলিয়ার রানমেশিন বেথ মুনি খেলবেন গুজরাটে, তাকে নিতে দলটির খরচ ২ কোটি। ভারতের ওপেনার শেফালি ভার্মা খেলবেন দিল্লির হয়ে, মারকাটারি ওপেনারকে নিতে দিল্লির গুনতে হয়েছে ২ কোটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন