কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একেবারে বিদায় বলে দিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক মরগান

চ্যানেল আই প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১০

আন্তর্জাতিক ক্রিকেটকে গতবছর বিদায় বলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান। এবার সবধরনের ক্রিকেট থেকে ব্যাট-প্যাড তুলে রাখলেন ইংলিশদের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক।


সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার অবসরের খবরটি জানান ৩৬ বছর বয়সী মরগান। তিনি দুটি বিশ্বকাপজয়ী ইংলিশ দলের সদস্য। ২০১০ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন পল কলিংউডের দলের সদস্য হয়ে।


টুইটার হ্যান্ডলে মরগান লিখেছেন, ‘সবধরনের ক্রিকেট থেকে অত্যন্ত গর্বের সঙ্গে অবসর নিচ্ছি। অনেক চিন্তা-ভাবনার পর, আমি মনে করছি ক্রিকেট থেকে সরে আসার এখনই উপযুক্ত সময়। ক্রিকেট আমাকে অনেককিছু দিয়েছে।’


মাঠের ক্রিকেটকে বিদায় বললেও ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকবেন, এটিও জানিয়েছেন মরগান। স্কাই স্পোর্টসের সঙ্গে খেলার সম্প্রচার ও ধারা বিবরণীতে নিজের নতুন ক্যারিয়ার শুরু করেছেন। এছাড়া ক্রিকেট বিষয়ক নানা অনুষ্ঠান বা কোচ হিসেবেও দেখা যেতে পারে তাকে।


২০১৯ সালে মরগানের নেতৃত্বে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ইংলিশরা। ২০১৫ সালে টি-টুয়েন্টিতে সাফল্য না আসার পর মরগানের হাত ধরেই ছোট ফরম্যাটেও বদলে যায় ইংল্যান্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও