অফিসে কাজের মাঝে প্রায়ই মাথা যন্ত্রণা করে? ব্রেন টিউমারের উপসর্গ কি না, কী করে বুঝবেন?
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫২
মানসিক চাপ, প্রবল ধকলের বা রোদে দীর্ঘ ক্ষণ থাকার কারণে মাথা ব্যথা হতেই পারে। কিন্তু মাথার যন্ত্রণার সঙ্গে যদি থাকে বমি, ভুলে যাওয়া ও আচমকা ব্ল্যাক আউটের মতো উপসর্গ, তবে সতর্ক হতে হবে বইকি।
এ সব মস্তিষ্কের টিউমারের উপসর্গ হতেই পারে। ব্রেন টিউমার শব্দটি কানে এলেই আতঙ্ক দানা বাঁধে মনে। অথচ উপযুক্ত চিকিৎসার সাহায্য নিয়ে ব্রেন টিউমারের কবল থেকে মুক্তি পাওয়া খুব কঠিন নয়। টিউমার যদি ক্যানসার-যুক্ত হয়, তা হলে সেটা চিন্তার বিষয়। চিকিৎসকদের মতে, ঠিক সময়ে রোগ শনাক্ত করে অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কের টিউমার বাদ দিয়ে রোগীকে আবার স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া যায়। তার জন্য সঠিক সময় উপসর্গগুলিকে চিহ্নিত করা প্রয়োজন।
কী কী লক্ষণ চিকিৎসকের পরামর্শ নিতে হবে?