যেভাবে ‘‌কাজলরেখা’ হলেন মন্দিরা

বণিক বার্তা প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৯

নিয়মিত নাচ ও নাটক নিয়ে থাকেন মন্দিরা চক্রবর্তী। তবে শিগগিরই বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘কাজলরেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে রুপালি জগতে পা রাখলেন এ অভিনেত্রী। গত বছরই সিনেমাটির শুটিং শেষ হয়েছে। ফেব্রুয়ারিতে কাজলরেখার মুক্তির কথা ছিল। এ নিয়ে মন্দিরা চক্রবর্তী জানান, আগামী ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। তাই আপাতত এর মুক্তির জন্য অপেক্ষা করতে হচ্ছে।


সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ভীষণ মনে পড়ে সেলিম ভাইয়ের মনপুরা সিনেমার কথা। এ সিনেমাও বেশ অপেক্ষার পর মুক্তি পেয়েছিল, বিশেষত ফারহানা মিলি আপুকে এর জন্য অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ সময়। আমিও প্রবল আগ্রহ নিয়ে ধৈর্য ধরেই কাজলরেখার মুক্তির জন্য অপেক্ষা করছি। না, এজন্য অবশ্য আমার একটুও খারাপ লাগছে না। বরং আমিও কাজলরেখার চরিত্রটি পর্দায় দেখার অপেক্ষায় আছি। অনেকেই এর মধ্যে জানতে চেয়েছেন, কবে মুক্তি পাবে এটি। তাদের জন্যই বলছি, আগামী ঈদেই আসছে কাজলরেখা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও