কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আইফোন ১৫-তে ইউএসবি-সি এলেও থাকতে পারে সীমাবদ্ধতা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৯

প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিভিন্ন হ্যান্ডসেটে অতীতে লাইটনিং পোর্ট ব্যবহৃত হলেও এখন ‘আইফোন ১৫’তে ইউএসবি-সি পোর্ট আনার বিষয়টি নিয়ে ব্যপক আলোচনা হচ্ছে। তবে সি টাইপ পোর্ট এলেও থেকে যাচ্ছে একটি- ‘কিন্তু’।


নতুন খবর বলছে, সক্ষমতার দৃষ্টিকোণ থেকে সম্ভবত এই পোর্টে কিছুটা সীমাদ্ধতা থাকবে।


চীনের সামাজিক সাইট ‘ওয়েইবো’র সূত্র বলছে, ‘আইফোন ১৫’ ও ‘১৫ প্রো’ ডিভাইসের ইউএসবি-সি পোর্ট ‘অথেনটিকেটর’ চিপওয়ালা একটি সার্কিটের সঙ্গে যুক্ত থাকবে, যার কাজ হবে এতে সংযুক্ত বিভিন্ন ‘পেরিফেরালের’ মান যাচাই করা।


সহজ ভাষায়, গ্রাহকরা সম্ভবত এমন এক পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন, যেখানে কেবল অ্যাপল অনুমোদিত চার্জার ও অন্যান্য পণ্যই আইফোন ১৫’তে কাজ করবে। যদিও এটি একেবারে আনকোড়া কোনো বিষয় নয়, বিদ্যমান লাইটনিং পোর্টেও অথেনটিকেটর চিপ আছে।


আইপ্যাডেও এমন নজির নেই


সাম্প্রতিক বছরগুলোয় অ্যাপল আইপ্যাডে ইউএসবি-সি পোর্ট ব্যবহারের সুবিধা চালু করলেও, এতে কোনো ধরনের সীমাবদ্ধতা নেই। ফলে, ব্যবহারকারী এতে যে কোনো পোর্টের সংযোগ ঘটাতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত