চিকিৎসার আগে মাথাব্যথার সঠিক কারণ জানতে হবে

প্রথম আলো প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৬

কমবেশি মাথাব্যথার অভিজ্ঞতা সব মানুষের আছে। মাথাব্যথার বহু কারণ থাকতে পারে। চিকিৎসা শুরুর আগে চিকিৎসকের উচিত মাথাব্যথার সঠিক কারণ নির্ণয় করা।


আজ রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিয়মিত মাসিক কেন্দ্রীয় সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এসব কথা বলেন। ২০তম কেন্দ্রীয় সেমিনারের বিষয় ছিল ‘মাথাব্যাথা’। সেমিনারে তিন শতাধিক শিক্ষক, চিকিৎসক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সেমিনারে বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের অধ্যাপক মো. বাহাদুর আলী মিয়া, নাক–কান–গলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং চক্ষুবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আফজাল মাহফুজুল্লাহ পৃথক তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন।


অনুষ্ঠানে বিএসএমএমইউয়ের উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন, কোনো ব্যক্তির মাথাব্যথা হলে চিকিৎসকেরা কী করবেন, কী করবেন না, তা একটি বড় প্রশ্ন। মাথাব্যথা হলেই সিটিস্ক্যান বা এমআরআই করার দরকার নেই। মাথাব্যথার কারণ খোঁজার ব্যাপারে চিকিৎসকদের আরও মনোযোগী হওয়া দরকার।


সেমিনারে মাথাব্যথার নানা কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা হয়। অনেকে মাইগ্রেন ও সাইনোসাইটিসের পার্থক্য নির্ণয় করতে ভুল করেন। অনুষ্ঠানে মাইগ্রেন নিয়ে বিশদ আলোচনা হয়।


সেমিনারটি মূলত রোগনির্ণয় ও চিকিৎসা বিষয়ে ছিল। করণীয় বিষয়ে বলা হয়: মাথ্যাব্যথার ইতিহাস সতর্কতার সঙ্গে, যত্নসহকারে নিতে হবে, রোগীর শারীরিক পরীক্ষা ঠিকভাবে নিতে হবে, প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা যথাসময়ে করাতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও