বসুন্ধরা কিংসের দাপুটে জয়

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪১

শুরুটা খুব একটা ভালো হয়নি বসুন্ধরা কিংসের। কেননা পাল্লা দিয়ে লড়াই করছিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।


বেশ কয়েকটি সুযোগও পেয়েছিল তারা। কিন্তু পারেনি বসুন্ধরা কিংসের রক্ষণ দেয়াল ভাঙতে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আক্রমণের ধার বাড়িয়ে আধিপত্য বিস্তার করতে থাকে বসুন্ধরা কিংস। দিনশেষে ঘরের মাঠে ৩-০ গোলের দাপুটে জয় পায় প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেন দরিয়েলতন।


বসুন্ধরা কিংস অ্যারেনায় এদিন দলের সেরা তারকা রবসন রবিনহোকে ছাড়াই মাঠে নামতে হয় কিংসকে। কার্ড নিষেধাজ্ঞার কারণে শেখ জামালের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে যান দলীয় অধিনায়ক। তবে আক্রমণভাগে তার অভাব খুব একটা টের পেতে দেননি দরিয়েলতন-গফুরভরা।  


তবে ম্যাচে প্রথম সুযোগটি পায় শেখ জামাল। ১৬ তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে কর্নেলিয়াস স্টুয়ার্টের ডান পায়ের জোরালো শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকো। এরপর তিন মিনিটের ব্যবধানে আরও দুটি কর্নার পায় শেখ জামাল। কিন্তু কাজে লাগাতে পারেনি।


১৯ মিনিটে বক্সের বাইরেই ফাউলের শিকার হন রাকিব; ফ্রি-কিক পায় বসুন্ধরা কিংস। দামাসেনার সরাসরি গোলপোস্টে নেয়া শট তালুবন্দী করেন শেখ জামালের গোলরক্ষক মোহাম্মদ নাইম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও