ত্বকের যত্নে গোলাপের পাপড়ি

সমকাল প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৫

রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার কমবেশি সবারই জানা। ত্বক আর্দ্র রাখতে, শুষ্ক ত্বকের কোমলতা এবং উজ্জ্বলতা ফেরাতে গোলাপ জলের জুড়ি মেলা ভার। এছাড়া বলিরেখা, ত্বকের দাগছোপ, স্ট্রেচ মার্ক দূর করতেও গোলাপ জলের ব্যবহার হয়। তবে ত্বকের যত্নে গোলাপের পাপড়িও বেশ উপকারী।


গোলাপের পাপড়িতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যাস্ট্রিঞ্জেন্ট বৈশিষ্ট্য ত্বক হাইড্রেট এবং কোমল রাখে। রুক্ষ-শুষ্ক ত্বককে পুনরুজ্জীবিত করে তোলে গোলাপের পাপড়ি। সুন্দর ত্বক পেতে গেলে গোলাপের পাপড়ির ফেস প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। গোলাপের পাপড়ি ও মধুর ফেস প্যাক : মধুতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ রয়েছে। মধু ত্বকের গভীরে প্রবেশ করে পুষ্টি যোগায়। মধুর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ত্বকের ক্ষতি হতে দেয় না। এ ছাড়াও, মধু ত্বকের মৃত কোষ অপসারণ করে এবং ত্বক কোমল ও সুস্থ রাখে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও