You have reached your daily news limit

Please log in to continue


নিমপাতা খেলেই বশ মানে বহু অসুখ, এর গুণে মশগুল চিকিৎসাবিজ্ঞানও

নিমপাতা নিয়ে আমাদের আগ্রহ রয়েছে। এমনকী ভারতীয় চিকিৎসাশাস্ত্রে এর ব্যবহার হয় অহরহ। তবে এরপরও একটা অংশের মানুষ এই পাতাকে অবহেলা করেন। তাই দেখা দেয় সমস্যা।

বিশেষজ্ঞদের কথায়, নিম এমন একটি গাছ যার ফল থেকে পাতা, কাণ্ড সবই ব্যবহার করা যায়। কারণ এগুলির মধ্যে ঔষধি গুণ রয়েছে। তবে আমাদের কথাই ভাবুন, বাড়ির খুব কাছে এই গাছ থাকার পরও তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না।

মনে রাখবেন নিমের পাতা বহু অসুখে ধন্বন্তরি। অসংখ্য রোগ প্রতিরোধ করে। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিইনফ্লেমেটরি গুণ। তেমনই বহু ক্রনিক সমস্যা কাছে আসতে পারে না এই পাতার জন্য। তাই নিম নিয়মিত খাওয়ার চেষ্টা করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন