কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিক্ষা বোর্ডের কি কোনো দায় নেই

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১১

এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার প্রায় ৮৬ শতাংশ বলে অনেকেই মন খারাপ করেছেন। গত কয়েক বছরের মধ্যে এটাই সর্বনিম্ন। এরপরও অনেক কলেজে পাসের হার শতভাগ, উল্লেখযোগ্য শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছেন। 


এটি অবশ্যই আনন্দের দিক। কিন্তু এর পাশাপাশি আমরা বিপরীত চিত্রও দেখি। প্রথম আলোর খবর অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশ থেকে উচ্চমাধ্যমিক স্তরের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। গতবার এমন শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৫টি। এক বছরে ৫ থেকে ৫০।


অধোগমনের মাত্রাটি কত প্রকট, সহজেই অনুমান করা যায়। অনেকে বলবেন, হাজার হাজার কলেজের মধ্যে ৫০টি খুব বেশি নয়। কিন্তু এসব কলেজ থেকে যাঁরা পরীক্ষা দিয়েছেন, তাঁদের ভবিষ্যতের কথা ভাবলে শিউরে উঠতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও