আজাদী ময়দানে ৪ দিনব্যাপী নাট্য উৎসব
রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘রাজবাড়ী থিয়েটার’র চার যুগ পূর্তি হয়েছে। সে উপলক্ষে আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী নাট্য উৎসব। জেলা শহরের ঐতিহাসিক আজাদী ময়দানে এ উৎসব চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
সম্প্রতি রাজবাড়ীর মেজবাহ-উল-করিম রিন্টু স্মৃতি সংস্কৃতি চর্চা কেন্দ্রে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে উৎসবের বিস্তারিত তুলে ধরেন নাট্যদলটির মুখ্য ব্যক্তিরা। এ উৎসবের প্রতিপাদ্য রাখা হয়েছে ‘নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার’।
নাট্যদলটির সাধারণ সম্পাদক ফয়েজুল হক কল্লোল জানান, উৎসবের উদ্বোধন করবেন ভারতের রাষ্ট্রপতি পুরুস্কার প্রাপ্ত নাট্যজন প্রবীর গুহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।