দিনাজপুর শিক্ষা বোর্ড: ১৩ কলেজের কেউ পাস করেনি
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৩টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি। দিনাজপুর বোর্ডের প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, দিনাজপুরের দুটি, ঠাকুরগাঁওয়ের তিনটি, লালমনিরহাটের তিনটি, পঞ্চগড়ের দুটি, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারীর একটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি।
বুধবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দিনাজপুর বোর্ডের অধীনে ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার গোগোর কলেজ থেকে ১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি। একই জেলার সদর উপজেলার সালন্দর মহিলা কলেজ থেকে ১১ জন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংগর দাবড়ির হাট বিএল হাই স্কুল অ্যান্ড কলেজ, পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজ উদ্দিন কলেজ, একই জেলার বোদা উপজেলার ম্যারেয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন করে পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করেনি। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নাসির উদ্দিন কলেজ থেকে ছয়জন ও একই জেলার কালিগঞ্জ উপজেলার দুহুলি এসসি হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে চারজন পরীক্ষার্থীয় অংশ নিয়ে কেউ পাস করেনি। নীলফামারীর জলঢাকা উপজেলার চেওড়াডাঙ্গী হাই স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সনকা আদর্শ কলেজ থেকে তিনজন করে পরীক্ষার্থীর কেহই পাস করেনি।