You have reached your daily news limit

Please log in to continue


‘ধ্বংসস্তূপের নিচ থেকে আসছে ভয়েস মেসেজ’

ইস্তাম্বুলে তুরস্কের এক সাংবাদিক ভূমিকম্প পরবর্তী পরিস্থিতির কথা বর্ণনা করেছেন বিবিসি নিউজ চ্যানেলে। বলেছেন, ধ্বংসস্তুপের নিচ থেকে লোকজন ভয়েস মেসেজ পাঠাচ্ছে।

ইব্রাহিম হাসকোলোগলু নামের এই সাংবাদিক বলেন, “মানুষ এখনও ভূমিকম্পে ধসে পড়া বাড়িঘরের নিচে চাপা পড়ে আছে। তাদের সাহায্য দরকার।”

বিবিসি নিউজ চ্যানেলকে তিনি বলেন, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া লোকজন তাকে এবং অন্যান্য সাংবাদিকদেরকে ভিডিও, ভয়েস মেসেজ পাঠাচ্ছে এবং তাদের অবস্থান জানাচ্ছে।

ইব্রাহিম বলেন, “তারা আমাদেরকে বলে দিচ্ছে যে তারা কোথায় আছে। আর আমরা কিছুই করতে পারছি না। তুরস্কের যতটা সম্ভব আন্তর্জাতিক সহায়তা পাওয়া দরকার।”

সোমবার স্থানীয় সময় ভোররাতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটিতে তুরস্ক ও প্রতিবেশী সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে বহু অ্যাপার্টমেন্ট ব্লক ধসে পড়ে, হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয় এবং হাজার হাজার মানুষ আহত ও গৃহহীন হয়ে পড়ে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৪১৯ জনে দাঁড়িয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন