কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলের জামিন

প্রথম আলো টাঙ্গাইল সদর প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৮

টাঙ্গাইলে পাঁচটি চেক জালিয়াতির ৪৭ লাখ টাকার প্রতারণা মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে জামিন দিয়েছেন আদালত।


আজ সোমবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুনিরা সুলতানা এ জামিনের আদেশ দেন। রাসেল সাভারের বালিয়াকান্দি এলাকার সালেহ আহমেদের ছেলে।


আসামিপক্ষের আইনজীবী ফেন্সি খান বলেন, ২০২২ সালে টাঙ্গাইল সদর উপজেলার রাসেদুজ্জামান বাদী হয়ে পাঁচটি চেক জালিয়াতির মোট ৪৭ লাখ টাকার প্রতারণার মামলা করেন ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে। সেই মামলায় ঢাকার কাশিমপুর কারাগার থেকে আজ দুপুরে টাঙ্গাইল আদালতে রাসেলকে হাজির করা হয়। পরে তিনি (ফেন্সি খান) দুটি এবং তাঁর সিনিয়র আইনজীবী হুমায়ুন কবির তিনটি মামলায় রাসেলের জন্য জামিনের আবেদন করেন। আদালত ৫টি মামলায় আসামি রাসেলকে জামিন দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও