‘আমি না থাকলে দেউলিয়া হত টুইটার’, নিজের ঢাক নিজেই পেটাচ্ছেন Elon Musk

eisamay.com প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৯

2022 সালে টুইটার অধিগ্রহণ করেছিলেন এলন মাস্ক। এর পর থেকেই টুইটার কর্তার একের পর এক সিদ্ধান্ত বিতর্কের সঙ্গে শিরোনামে এসেছে। সংস্থার শীর্ষ পদে বসেই প্রোফাইলে ব্লু টিকের জন্য মাসিক সাবস্ক্রিপশনের ঘোষণা করে বিতর্কের ঘড় তুলেছিলেন এলন। এর পরেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কারণে নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের ক্ষোভের মুখে পড়েছিলেন মার্কিন ধনকুবের। কিন্তু এই সবে একটুও বিচলিত নন এলন। সম্প্রতি টুইট বার্তায় এলন মাস্ক জানিয়েছেন, “টুইটারকে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা করেছি।”


এলন জানিয়েছেন, “বিগত 3 মাস খুবই কঠিন ছিল, কারণ টুইটারকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে হয়েছে আমাকে। একই সঙ্গে Tesla ও SpaceX - এর মতো সংস্থাগুলির সব কর্তব্য পালন করতে হয়েছে। আমি চাই না কেউ এই পীড়ার মধ্যে দিয়ে যাক। টুইটারকে এখনও অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু এই পথে এগোলে কোম্পানির ক্ষই বন্ধ করা যাবে। সাধারণ মানুষের সহযোগিতাকে আমি সম্মান করি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও