শেয়ারবাজার: মুনাফা কমেছে ৭৭ কোম্পানির

সমকাল প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১০

জুনে হিসাব বছর শেষ হয়- শেয়ারবাজারে তালিকাভুক্ত এমন কোম্পানিগুলোর বেশিরভাগই গত বছরের শেষ ছয় মাসে ভালো ব্যবসা করতে পারেনি। এর ফলে হিসাব বছরের প্রথম ছয় মাসে লোকসান করেছে তাদের অনেকে। আবার অনেক কোম্পানি মুনাফা ধরে রাখলেও কমেছে আগের বছরের একই সময়ের তুলনায়।


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে জুনে হিসাব বছর শেষ হয় ২৬৬টির। এর মধ্যে গত বৃহস্পতিবার পর্যন্ত ২১৯টি জুলাই-ডিসেম্বর সময়ের অনিরীক্ষিত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই দিন পর্যন্ত ৪৭টি কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।


আর্থিক প্রতিবেদন প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে ৬৯টিই গত বছরের শেষ ছয় মাসে লোকসান করেছে বলে জানিয়েছে। নিট মুনাফায় ছিল ১৫০টি। তবে মুনাফায় থাকা এই কোম্পানিগুলোর মধ্যে ৭৭টির নিট মুনাফা আগের বছরের তুলনায় কমেছে, বেড়েছে ৭৩টির। অর্থাৎ সার্বিক হিসাবে ১৪৬টি বা ৬৭ শতাংশ কোম্পানি মুনাফার দিক থেকে নেতিবাচক ধারায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও