পাকিস্তানে যে কারণে সন্ত্রাসী হামলা বাড়ছে
আফগানিস্তানের সীমান্ত লাগোয়া পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরের একটি মসজিদে গত ৩০ জানুয়ারি আত্মঘাতী বোমা হামলায় শতাধিক লোক নিহত ও সোয়া দুই শর বেশি লোক আহত হন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ এ হামলা হয়েছে উচ্চ নিরাপত্তায় ঘেরা একটি পুলিশ লাইনসের মধ্যে।
হামলার পরপরই তেহরিক-ই-তালেবান পাকিস্তানে (টিটিপি) যুক্ত একজন কমান্ডার দায় স্বীকার করে টুইট করলেও তার খানিকক্ষণ পর টিটিপির এক মুখপাত্র হামলায় তাঁদের সম্পৃক্ত থাকার অভিযোগ নাকচ করেছেন।
পাকিস্তানের নেতারা যখন তাঁদের অভ্যন্তরীণ নানা সংকট সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে সেখানে এই মাত্রার বোমা বিস্ফোরণ তাঁদের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে মনে হয় না।