You have reached your daily news limit

Please log in to continue


ব্রাহ্মণবাড়িয়ার এমপি প্রার্থী নিখোঁজ আসিফ ঢাকার বাসায় আছেন: পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা আবু আসিফ আহমেদের খোঁজ মিলেছে। রাজধানীর বসুন্ধরার বাসায় তিনি অবস্থান করছেন বলে জানতে পেরেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এ তথ্য জানান। আশুগঞ্জ থানার ওসির বরাত দিয়ে তিনি জানান, আবু আসিফ আহমেদ রাজধানীর ঢাকায় বাসায় আছেন।

তিনি আশুগঞ্জে ফিরছেন।পুলিশ সুপার  শাখাওয়াত হোসেন গণমাধ্যমকে আরও জানান, আবু আসিফ আহমেদের নিখোঁজ থাকার বিষয়ে তার স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। এ বিষয়ে খোঁজ নিতে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আসিফের সন্ধান পাওয়ার বিষয়টি জানান। শাখাওয়াত হোসেন বলেন, জিডি তদন্তের ক্ষেত্রে আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম।

তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তিনি ঢাকায় আছেন। এখন তিনি বসুন্ধরার বাসায় আছেন, শিগগির ব্রাহ্মণবাড়িয়ায় আসবেন। আসার পর সরাসরি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারবো আসল ঘটনা কী হয়েছিল। তিনি কোথায় গিয়েছিলেন এবং কেন গিয়েছিলেন।এদিকে আশুগঞ্জ থানার ওসি সমকালকে বলেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি  আবু আসিফ আহমেদ ঢাকার বাসায় আছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বিএনপির দলছুট নেতা ও আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট নেতা উকিল আবদুস সাত্তারের একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। তিনি আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। বিএনপির সংসদ সদস্যের পদত্যাগে শূন্য হওয়া ৬ আসনে বুধবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ভোটের আগে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন