পা ফাটছে, কঠিন রোগের লক্ষণ নয় তো?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১০

শীতে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমতে শুরু করে। ফলে ঠান্ডা আবহাওয়ায় ত্বক রুক্ষ হয়ে যায়। এ কারণে শীতে ত্বক, ঠোঁটসহ পা ফাটার সমস্যায় কমবেশি সবাই ভোগেন।


পায়ের গোড়ালি ফাটার কারণ কী?


যখন পায়ের গোড়ালির চারপাশের ত্বক শুষ্ক ও পুরু হয়ে যায়, তখন তা ফাটা শুরু হতে পারে। গোড়ালির চর্বিযুক্ত স্তরের উপর অতিরিক্ত চাপের কারণে শুষ্ক, পুরু ত্বকে ফাটল বা গোড়ালি ফিসার হতে পারে।


যদিও আরও বেশ কিছু কারণে যেমন- হিল জুতার অতিরিক্ত ব্যবহার, গরম পানিতে গোসল বা পা ভেজানো, অতিরিক্ত সাবান ব্যবহার, শুষ্ক ত্বক ইত্যাদি কারণেও পা ফাটতে পারে।


তবে হাত-পায়ের চামড়া ফেটে রক্ত বের হওয়ার ঘটনা কিন্তু সব সময় স্বাভাবিক নয়। এ ধরনের লক্ষণ কঠিন শারীরিক সমস্যার ইঙ্গিত দেয়।


পা ফাটা কোন কোন রোগের লক্ষণ?


হেরিডিটারি পামোপ্লান্টার কেরাটোডার্মা


জিনবাহিত এই ব্যাধির কারণে ত্বকে মোটা স্তর পড়ে। যা স্বাভাবিকের চেয়ে ৪০ শতাংশ বেশি মোটা হয়। এমন রোগীদের হাত-পা খুব বেশি ফাটে। যদিও এর কোনো দীর্ঘমেয়াদি চিকিৎসা নেই।


সোরিয়াসিস


এই চর্মরোগ জিনবাহিত নয়। এক্ষেত্রে হাত-পায়ে লাল চাকা চাকা দাগ হতে পারে। এমনকি চুলকানি ও ত্বকের চামড়া ওঠা এ রোগের লক্ষণ। এ রোগের আরও একটি উপসর্গ, হাত-পা ফেটে যাওয়া।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও