উপনির্বাচনের 'আওয়ামী লীগ মডেল'

সমকাল এহসান মাহমুদ প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৫

গতকাল ১ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২- এ ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচন হয়ে গেল। জাতীয় সংসদ থেকে বিএনপি সদস্যদের পদত্যাগের ফলে শূন্য হওয়া আসনের এই উপনির্বাচনের ফলাফল কী হবে, তা নিয়ে তেমন আগ্রহ দেখা যায়নি কারও মধ্যেই। সংবাদমাধ্যমে প্রচারিত সংবাদ এবং সংবাদচিত্র বিশ্নেষণ করে এমন দৃশ্য দেখা গেছে। তবে ব্যতিক্রম ছিল ব্রাহ্মণবাড়িয়া-২ এবং বগুড়া-৪ ও ৬ আসনে। আরও পরিস্কার করে বললে, ব্রাহ্মণবাড়িয়ার উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এবং বগুড়ার আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্বাচনের উত্তাপ ফিরে না এলেও এ দুই প্রার্থী ঘিরে আলোচনা ও হইচই হয়েছে।


উকিল আবদুস সাত্তার বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও দীর্ঘদিনের ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য। সংসদ থেকে বিএনপিদলীয় সদস্যরা পদত্যাগ করেছিলেন বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের দাবিতে। সেখানে উকিল সাত্তার পদত্যাগ করে আবার নির্বাচনে নামলে বিএনপি তাঁকে বহিস্কার করে। অপরদিকে ইউটিউবে ভিডিও কনটেন্ট তৈরি করে পরিচিতি পাওয়া হিরো আলম নির্বাচনের মাঠে নামার পর থেকেই আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল। এর আগে ২০১৮-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটের দিন কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছিলেন হিরো আলম। বিএনপির দলছুট উকিল সাত্তার এবং ভিডিও কনটেন্ট নির্মাতা হিরো আলম ঘিরেই এই দফা উপনির্বাচনে মিছিলের স্লোগান কিছুটা শোনা গেল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও