মুঠোফোনে সময় হোক আনন্দময়

ডেইলি স্টার প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১১

আপনার হাতের মুঠোয় যদি একটি মোবাইল ফোন থাকে তাহলে সময় কাটানো কোনো কঠিন বিষয় না। অ্যান্ড্রয়েড ফোন বা যেকোনো স্মার্টফোনের মাধ্যমে বিরক্তিকর সময়কে চাইলেই আনন্দময় করে তোলা যায়।


আনন্দ ও বিনোদনের পাশাপাশি মোবাইল ফোন ব্যবহার করে নিজের দক্ষতা ও কার্যক্ষমতাও বাড়িয়ে তুলতে পারেন। চলুন দেখে নেওয়া যাক দারুণ সেই উপায়গুলো।


মোবাইল ফোন কাস্টোমাইজেশন


তেমন কোনো কারিগরি জ্ঞান বা দক্ষতা না থাকলেও আপনি নিজের ফোনে আনতে পারেন নানা রকমের পরিবর্তন। ফোনে থাকা অ্যাপগুলোকে ভিন্ন ভিন্ন স্ক্রিনে রেখে সাজাতে পারেন। নিজের পছন্দ মতো বদলাতে পারেন ওয়ালপেপার। আবার সেই ওয়ালপেপারের সঙ্গে যুক্ত করতে পারেন বিভিন্ন অ্যানিমেশন। এসব কাজকে আরও সহজ করে তুলতে পারে প্লে স্টোরের বিভিন্ন রকমের মোবাইল ফোন লঞ্চার। সেক্ষেত্রে সেই লঞ্চারগুলো ব্যবহার করতে পারেন ফোনের নতুন লুক আনার ক্ষেত্রে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও