কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কর্মচারীদের বেতনের টাকা লুটছেন কর্মকর্তারা!

বাংলা নিউজ ২৪ শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ০৯:১৩

রাজধানীরে মহাখালীতে অবস্থিত শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মচারীদের প্রতিমাসের বেতন থেকে এক লাখ ৪২ হাজার ৭৪০ টাকা অবৈধভাবে কর্তনের মাধ্যমে আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)


দুদক সূত্রে জানা যায়, আউটসোর্সিং কর্মচারীদের বেতন কম দেওয়াসহ বিভিন্ন কাজে ঘুষ দাবির বিষয়ে অভিযোগ আসলে দুদক বিষয়টি অভিযানের সিদ্ধান্ত নেয়। পরে অভিযান করে দুদকরে এনফোর্সমেন্ট টিম অভিযোগের সত্যতা পায়।


দুদকের প্রথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা বাংলানিউজকে জানিয়েছেন সংস্থাটির উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক।


তিনি বাংলানিউজকে বলেন, কর্মচারীদের মাসিক বেতন থেকে প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা অনৈতিকভাবে কেটে নেওয়ার যে অভিযোগ ছিলো, সেই অভিযোগের ভিত্তিতে কমিশন একটি গোপন অভিযান পরিচালনা করে। সেখানে ছদ্মবেশে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালের সব বিষয় অবলোকন করে। পরে অভিযোগকারীদের অভিযোগর সত্যতা পায় দুদক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও