কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জমি দখল নিয়ে দুই পক্ষের হাতাহাতি, গুলিবিদ্ধ ২

www.ajkerpatrika.com সাভার প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ১৬:৫০

সাভারের আশুলিয়ায় জমি দখল নিয়ে দুই পক্ষের হাতাহাতির একপর্যায়ে গুলির ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের দুজন গুলিবিদ্ধ হন। এ সময় উত্তেজিত জনতা গুলি ছোড়া ব্যক্তিদের গণধোলাই দেন। পরে ঘটনাস্থল থেকে শটগান ও পিস্তল জব্দ করে পুলিশ। 


আজ সোমবার সকাল ১০টার দিকে আশুলিয়ার চারাবাগে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।শটগানের গুলিতে আহত ব্যক্তিরা হলেন—কুদ্দুস ও হুমায়ূন কবির। এ ছাড়া গণধোলাইয়ে আহতরা হলেন—মতিন পাটোয়ারি (৬২), তাঁর স্ত্রী মরিয়ম ইসলাম (৫৭) ও ছেলে ফারহান (২৭)।


স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী মাস্টার বলেন, ‘কুদ্দুস ও হুমায়ূন কবিরদের সঙ্গে মতিন পাটোয়ারির প্রায় ১০ বিঘা জমি নিয়ে বিরোধ ছিল। গত ২৫ জানুয়ারি হ‌ুমায়ূন কবির থানায় সাধারণ ডায়েরি করেন। উভয় পক্ষ থানায় যাওয়ার কথা থাকলেও মতিন পাটোয়ারি যাননি। পরে হঠাৎ করে আজ সকালে জমি দখলের চেষ্টা করেন মতিন পাটোয়ারি ও তাঁর পরিবার।’


ইউপি সদস্য আরও বলেন, ‘এ সময় কুদ্দুস ও হুমায়ূনরা বাধা দিলে মতিন পাটোয়ারি ও তাঁর ছেলে গুলি ছোড়েন। তাঁদের গুলিতে দুজন গুলিবিদ্ধ হন। এ সময় উত্তেজিত জনতা মতিন ও তাঁর ছেলেকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। মতিন পাটোয়ারি খারাপ প্রকৃতির লোক। আশুলিয়া বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও