ঢাকাকে হারাতে রংপুরের লক্ষ্য ১৪৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) আজ মুখোমুখি রংপুর রাইডার্স-ঢাকা ডমিনেটর্স। টস হেরে আগে ব্যাট করে আশানুরূপ স্কোর গড়তে পারেনি ঢাকার ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করেছে দলটি। বিপিএলে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ জিততেই হবে রংপুর রাইডার্সকে। শুরু থেকেই ঢাকা ডমিনেটের্সকে চাপে রাখে রংপুর রাইডার্স। আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার মিজানুরকে(৫) হারায় ঢাকা।
চতুর্থ ওভারে সাজঘরে ফেরেন আরেক ওপেনার সৌম্য সরকারও (১১)। দলীয় ২৮ রানে অ্যালেক্স ব্লেককে(৪) আউট করেন মেহেদী। তিন উইকেট হারিয়ে মিঠুনকে নিয়ে জুটি গড়েন উসমান গণি। মিঠুন ১৪ রান করে ফিরলে চাপ বাড়ে দলের। এরপর উসমানের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন ঢাকার অধিনায়ক নাসির। বিদায় নেওয়ার আগে ২২ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন তিনি। শেষদিকে হারিসের ওভারে ১৮ রান তোলেন উসমান।
এতে উসমানের ৫৫ বলে ৭টি চার ও ৩টি ছয়ের সুবাদে করা ৭৩ রানে ভর করে লড়াকু সংগ্রহ পায় ঢাকা।রংপুরের পক্ষে আজমতউল্লাহ ২৭ রানের বিনিময়ে নেন ২ উইকেট। এছাড়াও শেখ মেহেদী ও রাকিবুল হাসান নেন ১টি করে উইকেট। ম্যাচে হারিস রউফ ৪ ওভারে ৪৯ রান দিলেও কোনো উইকেট পাননি।রংপুর রাইডার্স: মোহাম্মদ নাইম, রনি তালুকদার, মেহেদী হাসান, শোয়েব মালিক, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নওয়াজ, শামীম হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), রকিবুল হাসান, হারিস রউফ, হাসান মাহমুদ।ঢাকা ডমিনেটর্স: সৌম্য সরকার, মিজানুর রহমান, উসমান গনি, মোহাম্মদ মিঠুন, অ্যালেক্স ব্লেক, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, সালমান ইরশাদ, জুবায়ের হোসেন।