![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/01/online/facebook-thumbnails/Untitled-1-samakal-63d2a9be03ef3.gif)
শীর্ষ নিয়োগদাতা স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ
সমকাল
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩, ১১:০৪
দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে চতুর্থবারের মতো টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউটের 'টপ এমপ্লয়ার' বা শীর্ষ নিয়োগদাতা স্বীকৃতি পেয়েছে বিএটি বাংলাদেশ।
২০২৩ সালে কর্মীদের সার্বিক কল্যাণ, সাসটেইনেবিলিটি ও নেতৃত্বে সর্বোত্তম অনুশীলন নিশ্চিত করায় 'বৈশ্বিক এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল'- উভয় শ্রেণিতেই এ পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটি।