পাকিস্তানিরা ২ ফেব্রুয়ারির পরও থাকবেন, আশা বিপিএল ফ্র্যাঞ্জাইজির

সমকাল প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ১৩:০৬

পাকিস্তানের ক্রিকেটারদের ২ ফেব্রুয়ারির মধ্যে বিপিএল ছাড়তে বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক মুখপাত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম এমনটাই দাবি করেছে। ওই মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্জাইজি মালিকদের অনুরোধে তারা ক্রিকেটারদের বিশ্রামের কথা চিন্তা করে দ্রুত বিপিএল ছাড়ার পরামর্শ দিয়েছেন। 


তবে বিপিএল ফ্র্যাঞ্জাইজি মালিকরা আশা করছেন, ২ ফেব্রুয়ারির পরও বিপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের পাওয়া যাবে। পিএসএল শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। দেশটির ক্রিকেটাররা তাই ৮-৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল খেলবেন বলে আশাবাদী বিপিএল ক্লাবের কোচ-কর্মকর্তারা।  


নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক কর্মকর্তা সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বলেছেন, ‘পিসিবির সঙ্গে পিএসএল ফ্র্যাঞ্জাইজির একটি চুক্তি আছে। তা হলো, আসর শুরুর ১৫ দিন আগে স্থানীয় ক্রিকেটাররা ক্যাম্পে যোগ দেবেন। তারা যদি বিষয়টি বিবেচনায় নেয় তাহলে দুই বোর্ডের সঙ্গে সম্পর্কের জেরে পাকিস্তানের ক্রিকেটারদেরকে ছেড়ে দিতে হবে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও