
ইচ্ছে পূরণের দিনে মুশফিক জানালেন লড়াইয়ে ফেরার অজানা গল্প
ইনজুরি হয়তো শরীরটাকে আটকে রাখতে পেরেছিল, কিন্তু মনোবলকে নয়। কঠিন সময়ে তাই হার মানেননি, চুপচাপ লড়াই চালিয়ে গিয়েছেন। এখন যখন মাঠে ফিরেছেন, এটা শুধু একজন খেলোয়াড়ের ফিরে আসা নয়- এটা এক সংগ্রাম-লড়াকুর ফিরে আসা। বলছিলাম তরুণ পেসার মুশফিক হাসানের কথা।
এমন প্রত্যাবর্তন শেখায় যে সংকটের মাঝেও আশার আলো জ্বলে। দর্শকদের চাওয়া, মুশফিকের জীবনে এই ফেরা আরও দুর্দান্ত কিছু হবে। ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার জাতীয় দলে (টেস্ট ফরম্যাটে) ডাক পান পেসার মুশফিক হাসান। সেবার অবশ্য লাল সবুজের জার্সিতে অভিষেক হয়নি তরুণ এই পেসারের।
এরপর গেল বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও দলে ছিলেন মুশফিক। তবে ভাগ্য ভালো না থাকায় সিরিজ শুরুর আগেই ইনজুরির কবলে পড়ে দল থেকে ছিটকে যান। পরবর্তীতে জাতীয় দলের স্কোয়াডে আর দেখা যায়নি তাকে। ফলে এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তার। তবে নিয়মিত খেলছেন ঘরোয়া ক্রিকেট, পাশাপাশি ইনজুরির সঙ্গেও লড়াই করতে হয়েছে দীর্ঘ সময়।
এ কারণে সবশেষ বিপিএলের শুরুতে ছিলেন না মুশফিক, শেষদিকে যোগ দেন খুলনা টাইগার্সের স্কোয়াডে। সামর্থ্য অনুযায়ী জানান দেন নিজের প্রতিভার। সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএলে) কয়েকটি ম্যাচ খেলার পর ঊরুর ইনজুরিতে পড়েন মুশফিক। এরপরে মোহামেডানের জার্সিতে আর মাঠে ফেরা হয়নি তার।
- ট্যাগ:
- খেলা
- মাঠে ফেরা
- মুশফিক হাসান