ক্রমবর্ধমান খরচে উদ্বিগ্ন উত্তরের ১৬ জেলার বোরো চাষি
ডেইলি স্টার
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ১০:৪৩
সাইফুল ইসলাম তার ৫ বিঘা জমিতে ধান চাষে ব্যস্ত সময় পার করছেন। তবে, তিনি ধারণা করছেন, সবকিছুর দাম বেড়ে যাওয়ায় গত মৌসুমে চেয়ে এবার তাকে অন্তত ২৫ হাজার টাকা বেশি খরচ করতে হবে।
ধান বিক্রির সময় এই বাড়তি খরচ উঠে আসবে কি না, তা নিয়ে উদ্বিগ্ন রংপুরের কৃষক।
টিলার মেশিন ও পানির পাম্প, সার, কীটনাশক, বীজ, শ্রমিকসহ সবকিছুর জন্য এখন প্রতি বিঘা জমির জন্য প্রায় ১৯ হাজার ৯০০ টাকা খরচ হবে। গত বছর যে খরচ ছিল ১৪ হাজার ৯০০ টাকা।
সাইফুল বলেন, 'এবারের বাড়তি খরচ আমার জন্য বিরাট বোঝা। গত বছরই তো খুব একটা লাভ করতে পারিনি।'
যারা অন্যের জমিতে চাষ করেন, তাদের জন্য এবার বোরো চাষ করে লাভ করা আরও কঠিন হবে বলে যোগ করেন তিনি।