কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খুশকি দূর হবে আপেল সিডার ভিনেগারে, জেনে নিন পাঁচ উপায়

প্রথম আলো প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ১১:৩৫

শুরুতেই একটা স্বস্তির খবর দেই। প্রাপ্তবয়স্ক অর্ধেক মানুষের মাথাতেই খুশকি থাকে। আরও একটি তথ্য জেনে রাখুন, নারীদের তুলনায় পুরুষের মাথায় খুশকি হয় বেশি। তাই খুশকি নিয়ে উসখুস না করে বরং কীভাবে সেটা দূর করতে পারেন, সেই উপায় জেনে নিন। নানা উপায়ে খুশকি দূর করার কথা জানা থাকলেও আপেল সিডার ভিনেগার দিয়ে খুশকি তাড়ানো যায় জানতেন? এখানে থাকছে তেমন কিছু পরামর্শ।


খুশকিতে কেন আপেল সিডার ভিনেগার


সাধারণত শহুরে সব বাড়ির রান্নাঘরেই আপেল সিডার ভিনেগার থাকে। না থাকলেও ক্ষতি নেই, পাড়ার মুদি দোকান বা সুপারশপেই সহজে পেয়ে যাবেন। রান্নাঘরের এই বিশেষ তরল কীভাবে খুশকির বিরুদ্ধে লড়বে, জানতে চান?



  • এটি অ্যান্টিফাঙ্গাল, তাই ছত্রাকের বিরুদ্ধে দারুণ কার্যকর।

  • আপেল সিডার ভিনেগার এক ধরনের জীবাণুনাশক। তাই এটি মাথার ত্বক সুরক্ষিত রাখতে ও খুশকি কাটিয়ে উঠতে সাহায্য করবে।

  • আপেল সিডার ভিনেগারে থাকা অ্যাসিড মাথায় খুশকি তৈরিতে বাধা দেয়। একই সঙ্গে মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে।

  • অ্যাপেল সিডার ভিনেগার খনিজসমৃদ্ধ। তাই, এটি মাথার ত্বকে পুষ্টি জোগায়। যার কারণে চুল হয় আরও স্বাস্থ্যকর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও