You have reached your daily news limit

Please log in to continue


বাস্তবে কেমন জীবনসঙ্গী চান? প্রশ্নের জবাবে যা জানালেন নোরা

অধিকাংশ মিউজিক ভিডিওতেই তিনি ‘অবিশ্বস্ত প্রেমিকা’। সম্প্রতি মুক্তি পাওয়া নতুন মিউজিক ভিডিও ‘অচ্ছা সিলা দিয়া’তেও তিনি এক প্রতারক স্ত্রী, যিনি তাঁর জীবনসঙ্গীকে খুন করবেন। দর্শকের কাছে তাঁর এই নেতিবাচক ইমেজ নিয়ে রীতিমতো চিন্তিত নোরা ফাতেহি। মিউজিক ভিডিওটির প্রকাশনা অনুষ্ঠানে নোরাকে প্রশ্ন করা হয়েছিল, বাস্তবে তিনি কাউকে কখনো ধোঁকা দিয়েছেন কি না? জবাবে এই বলিউডকন্যা অনুমিত উত্তরই দেন, ‘বাস্তব জীবনে আমি একদমই কারও সঙ্গে প্রতারণা করিনি। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি যে কটি সিঙ্গেল গানে কাজ করেছি, সেখানেই আমাকে এ রকম চরিত্রে দেখা গেছে। সবাই পর্দায় দেখছেন আমি আমার সঙ্গীকে ধোঁকা দিচ্ছি, তাকে একা করে চলে গেছি।’

নোরা আরও বলেন, ‘ব্যক্তিগত জীবনে আমি একদম উল্টো। পর্দার সঙ্গে আমার কোনো মিলই নেই। বাস্তবে আমার সঙ্গে উল্টোটা ঘটেছে। আমিই বরং বেশ কয়েকবার ধোঁকা খেয়েছি। ওপরওয়ালার কাছে কৃতজ্ঞ যে আমাকে কেউ এই গানের মতো পুরোপুরি বরবাদ করতে পারেনি।’

বাস্তবে কেমন জীবনসঙ্গী চান, প্রশ্ন করা হলে লাজুক হেসে নোরা বলেন, ‘এটা অত্যন্ত মজার প্রশ্ন। আমি চাই, আমার জীবনসঙ্গী যেন অবশ্যই সৎ ও পরিশ্রমী হয়। সবচেয়ে বড় কথা, সে যেন আমাকে খুব ভালোবাসে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন