কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চট্টগ্রাম বিমানবন্দরে পৌনে দুই কেজি স্বর্ণসহ যাত্রী আটক

সমকাল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ০৭:৩৪

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জিয়াউল হক নামে এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ৭৬২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ২ কেজি ৯৫০ গ্রাম ওজনের স্বর্ণের প্রলেপযুক্ত একটি স্যান্ডো গেঞ্জি, একটি ফুল প্যান্ট ও একটি আন্ডারওয়্যার থেকে ২৪ ক্যারেটের ১ কেজি ৪২৯ গ্রাম স্বর্ণের গোলক পিণ্ড পাওয়া যায়। এছাড়া ছিল ২৪ ক্যারেটের ২৩৩ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার এবং ২২ ক্যারেটের ১০০ গ্রাম স্বর্ণালংকার। 


উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ২৭ লাখ টাকা। মঙ্গলবার বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম ও বিমানবন্দর শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের যৌথ অভিযানে এসব স্বর্ণ উদ্ধার হয়।


আটক যাত্রী জিয়াউল হক দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে সকাল ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছান। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও